E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিতকরণ সভা

২০১৭ জুন ১২ ১৫:৪৫:৪৭
ফুলবাড়ীতে অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর আবু ফরহাদ বাবু।

এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল সাত্তার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মো. মানিক রতন, মো. আব্দুল আজিজ মন্ডল, মো. আবু তাহের, উপজেলা এনজিও কো-অর্ডিনেশন ফোরমের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, পল্লীশ্রী সংস্থার প্রকল্প সমন্বয়কারি মো. মঈনুল হক বাপ্পি, মনিটরিং এন্ড ইভেলিউশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার কৃষ্ণা রবিদাস, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মোছা. শাহনাজ পারভীন, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক প্লাবন গুপ্ত শুভ প্রমূখ।

উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের এপেক্স বডি’র সদস্য-সদস্যা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ ৩০জন নারী ও পুরুষ অংশ নেন।


(এসিজিএ/এসপি/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test