E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চান্দিনা মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ কারাগারে

২০১৪ জুন ২৩ ১৬:৩৫:১৭
চান্দিনা মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ কারাগারে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর অধ্যক্ষ এলডিপি সহযোগি সংগঠন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে শ্রীঘরে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে ওই কলেজ এর প্রভাষক আশরাফুনিছা বিলকিছ এর দায়ের করা স্বাক্ষর জালিয়াতি মামলায় কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০১৩ সালে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ অধ্যক্ষ আবুল কাশেম একই কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুনিছা বিলকিছ এর যোগদানপত্রে আশরাফুনিছা বিলকিছ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মজিবুর রহমান এর স্বাক্ষর জালিয়াতি করে তার যোগদানের তারিখ পরিবর্তন করেন।
এ ঘটনায় প্রভাষক আশরাফুনিছা বিলকিছ ২০১৩ সালের ১১জুন বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
(এইচকেজে/এএস/জুন ২৩, ২০১৪)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test