E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তপ্ত রায়পুর সরকারি ডিগ্রী কলেজ

ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় অধ্যক্ষ লাঞ্ছিত, অবরুদ্ধ

২০১৪ জুন ২৩ ১৬:৪০:৫৩
ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় অধ্যক্ষ লাঞ্ছিত, অবরুদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : এইচএসসি শিক্ষার্থীদের সরকারী ভর্তি ফি’র চেয়ে অতিরিক্ত ৩’শ টাকা আত্তলোন করে তা ছাত্রলীগনেতাকে না দেওয়ায় অধ্যক্ষকে লাঞ্ছিত ও প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করার ঘটনায় উত্তপ্ত ও চরম ক্ষোভ বিরাজ করছে। সোমবার ২৩ জুন সকাল ১১ লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সাইফুল ইসলাম রাজিমসহ কয়েক নেতাকর্মী এ ঘটনাটি ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে অধ্যক্ষকে বাসায় পৌছে নেন। এঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ কয়েক জনের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। 

কলেজ সূত্রে জানা যায়, কলেজ কর্তৃপক্ষের ভর্তি কমিটি সোমবার সকাল ১০ টায় ২০১৪ সালে এসএসসিতে উর্ত্তিন শিক্ষর্থীরা এইচএসসিতে কলেজের নির্দিষ্ট ফি নিয়ে জনপ্রতি ১ হাজার টাকা করে ভর্তির কার্যক্রম শুরু করেন। এতে কয়েক শিক্ষর্থী ভর্তি হয়। এসময় সকাল ১১ টায় কলেজ শাখার ছাত্রলীগের আহব্বায়ক সাইফুল ইসলাম রাজিমের নেত্রেত্বে কয়েক নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে এসে ওই ফি থেকে জনপ্রতি ৩’শ টাকা অতিরিক্ত নিয়ে তা তাদেরকে নেওয়ার নির্দেশ দেন। এতে অধ্যক্ষসহ শিক্ষকরা প্রতিবাদ জানালে ছাত্রলীগ নেতা রাজিমসহ কয়েকজন অধ্যক্ষকে লাঞ্ছিত করে প্রায় অধাঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এসময় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে পুরো কলেজ উত্তপ্ত হয়ে পড়ে। পরে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে অধ্যক্ষকে বাসায় পৌছে দেন। এসময় রাজিমসহ অন্যরা পালিয়ে যায়।
এঘটনায় কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সাইফুল ইসলাম রাজিমের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া যায়নি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর সফিক আহম্মেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, রাজিম ছাত্রলীগ নেতা হওয়াতে কলেজে চাঁদাবাজি করে আসছে। তা বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন এনে অধ্যক্ষকে বাসায় পৌছে দেওয়া হয়। রাজিমসহ অন্যরা পালিয়ে যাওয়া তাদের গ্র্রেপ্তার করা যায়নি।
(এমআরএস/এএস/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test