E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় অসহায় পরিবারের ঘর কুপিয়ে উচ্ছেদের অভিযোগে

২০১৭ জুন ১৩ ১৩:৪০:১৫
গলাচিপায় অসহায় পরিবারের ঘর কুপিয়ে উচ্ছেদের অভিযোগে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলী বাগের বাসিন্দা মোঃ ইসমাইল হাওলাদারের বসতঘরটি কুপিয়ে ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগে ইসমাইল হাওলাদারের স্ত্রী মোসাঃ জয়ফুল বেগম (৬৫) বাদি হয়ে একই এলাকার মোঃ হাবিব হাওলাদার(৩০), মোঃ ফরাদ হাওলাদার(৩৫), মোঃ হাফেজ (২০), মোঃ জাফর (৪৫), মোঃ আক্তার (৩০)সর্ব পিতা-মৃতঃ সিদ্দিক হাওলাদার আসামি করে এছাড়া আরও অজ্ঞাত ১০/১২জন সহ পটুয়াখালী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪৫ তারিখ ১১/০৬/২০১৭ইং।

মামলার বিবরনে জানা যায়, গত ৭ জুন বেলা সোয়া ১১টায় একই এলাকার মোঃ হাবিব হাওলাদার নেতৃত্বে উক্ত আসামীগন দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলী বাগ ওয়াবদা বড় রাস্তার উত্তর পার্শ্বে স্থায়ী বাসিন্দা মোঃ ইসমাইল হাওলাদারের বসতঘরটি কুপিয়ে ভাংচুর করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন আসামীরা দাঙ্গাবাজ, হাঙ্গামাকারী, সন্ত্রাসী, এলাকায় ত্রাস সৃষ্টিকারী এবং অসৎ পরবিত্ত লোভী। তাদের অত্যাচারে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন আতংকিত অবস্থায় জীবন যাপন করিতেছি।

স্থানীয়ভাবে আপোষের চেষ্টায় ব্যর্থ হইয়া গত ৯জুন ঘটনার বিষয় গলাচিপা থানায় মামলা করতে গেলে মামলা নিতে বিলম্ব করায় গত ১২ জুন উক্ত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আদালত গলাচিপা থানাকে আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট দেওয়া জন্য বলা হয়েছে।

(এসডি/এসপি/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test