E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রমজানের শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধির মাধ্যমে তাক্ওয়া অর্জন করতে হবে’

২০১৭ জুন ১৬ ১২:২০:১১
‘রমজানের শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধির মাধ্যমে তাক্ওয়া অর্জন করতে হবে’

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিকুদ্দিন বলেছেন, মাহে রমজান হচ্ছে সকলের আত্মশুদ্ধি ও তাক্ওয়া অর্জনের মাস। এমাসে সকলের আত্মশুদ্ধির জন্যে দৃপ্ত শপথ নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আল্লাহ আমাদের জন্যে রমজান মাস দান করেছেন নিজেদেরে মুত্তাকী ও পরহেজগার হিসেবে গড়ে তোলার জন্যে।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে খেলাফত মজলিস নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার শহরের একটি অভিজাত হোটেলে উপজেলাও পৌর শাখার উদ্যোগে এমাহফিল অনুষ্টিত হয়।

পৌর শাখার সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ সাইদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, অধ্যক্ষ শায়খ মালানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আকিক হোসাইন, মাওলানা আখতার হোসাইন, মাওলানা বদরুল আলম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আমির আলী, মাওলানা সামছ উদ্দিন, হাফেজ নূরে আলম, মোশাহিদ আলী, মাওলানা ফখরুল আলম, হাফেজ সিদ্দিক আহমদ, মাওলানা আব্দুর রহমান, জুনেদ আহমদ, মাওলানা আব্দুল কাহহার প্রমূখ।

(সিএম/এসপি/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test