E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে দৌলতদিয়ায় নতুন ২ ঘাট নির্মাণ

২০১৭ জুন ১৯ ১০:২৮:৫৪
ঈদে যাত্রী ভোগান্তি কমাতে দৌলতদিয়ায় নতুন ২ ঘাট নির্মাণ

রাজবাড়ী প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে যাত্রী ভোগান্তি কমাতে নৌ-পরিবহন মন্ত্রণালায়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দুটি ঘাট নির্মাণের কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। যা ঈদের আগে সচল করা সম্ভব নয় বলে মনে করছে এলাকাবাসী।

এদিকে মন্ত্রণালায়ের সিদ্ধান্ত মোতাবেক নতুন দুটি ঘাটের নির্মাণ কাজ ঈদের আগেই শেষ করার কথা বলছেন ঘাট নির্মাণ কাজে সংশ্লিষ্ট দফতরগুলো।

গত বছর বর্ষা মৌসুম ও ঈদের আগে দৌলতদিয়া প্রান্তের ৪টি ঘাট পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে ঈদের আগে ঘরমুখো ও ঈদের পরে ঢাকামুখি মানুষ। চলতি বছর বর্ষা শুরুর আগেই ভাঙন দেখা দিয়েছে ৩ ও ৪ নং ফেরিঘাট এলাকায়। ঘাটের ত্রুটি থাকলেও বর্তমানে চারটি ঘাট দিয়েই চলছে সব ধরনের যানবাহন পারাপার।

প্রতিদিন এ নৌরুট দিয়ে কয়েক হাজার ছোট বড় যানবাহন ও লাখ লাখ মানুষ নদী পারাপার হয়। কিন্তু ঈদে এর পরিমাণ বেড়ে হয়ে যায় আরো কয়েকগুন। তাই যাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য দৌলতদিয়ায় চলতি বছরের ৪ এপ্রিল নতুন দুটি ঘাট নির্মাণের উদ্যোগ নেয় নৌ-মন্ত্রণালয়। তারই আলোকে চলছে নতুন দুটি ঘাট তৈরির কাজ।

সরজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নং ফেরিঘাটের মাঝামাঝি স্থানে চলছে নতুন দুটি ঘাট নির্মাণের কাজ। যার প্রথমটির সংযোগ সড়কের কাজ চলছে এবং দ্বিতীয়টির তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। তবে ৪টি ফেরিঘাট বর্তমানে চালু থাকলেও ৩ ও ৪ নং ফেরিঘাট এলাকায় রয়েছে ভাঙন আতঙ্ক। এজন্য বিআইডব্লিউটিএ ভাঙন রোধে ঘাট এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দৌলতদিয়ার স্থানীয়রা জানান, তাদের বাড়ির পাশে নতুন দুটি ঘাটের নির্মাণ কাজ চলছে। তবে কাজের যে গতি তাতে মনে হয় না ঈদের আগে ঘাট চালু হবে। একটি ঘাটে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে সংযোগ সড়কের কাজ চলছে কিন্তু আরেকটির এখনো কিছুই হয়নি।

যাত্রীরা জানান, ওই দুটি নতুন ঘাট হলে তো কোনো সমস্যা হবার কথা নয়। কারণ তখন ৬টি ঘাট হবে দৌলতদিয়া প্রান্তে। আমাদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

পরিবহন চালকেরা জানান, গত বছর ঘাট সমস্যার কারণে যে ভোগান্তি হয়েছে এবার ঈদে যেন সে ভোগান্তি পোহাতে না হয়। ঈদের সময় চাপ বেশি থাকবে এটা স্বাভাবিক। এ জন্য প্রতিটি ঘাট ভালো ও পর্যাপ্ত ফেরি থাকলে কোনো সমস্যা হবে না। তবে ঘাট এলাকায় ভাঙন ও সংষ্কার নিয়ে চলে নানা নাটক। এ কারণেই ভোগান্তিতে পড়তে হয় আমাদের।

নতুন ঘাটের সংযোগ সড়কের টিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নকৃত নতুন দুটি ফেরিঘাটের মধ্যে একটি ঘাটের কাজ পুরোদমে চলছে। আমরা চেষ্টা করছি অন্তত ঈদের আগে দুইটি না পারলেও একটি ঘাট অন্তত চালু করতে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বানিজ্য) সফিুকল ইসলাম জানান, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে বহরে কয়েকদিনের মধ্যে আরো ৪টি ফেরি যুক্ত হবে। সবগুলো ফেরি সব সময় চলাচল করলে নদীর পারের জন্য কোনো যানবাহনকে অপেক্ষায় থাকতে হবে না।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, গত বছর ৪টি ফেরিঘাটের ৪টি ঘাটই নদী গর্ভে বিলিন হয়ে যায়। বিআইডব্লিউটিএ ঘাট রক্ষার সর্বাত্মক চেষ্টা করে এবং ভাঙনের কারণে ৩নং ও ৪নং ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষণা করে। পরে আন্তঃমন্ত্রণালায়ের সিদ্ধান্ত মতে লঞ্চ ও ১নং ফেরিঘাটের মাঝে নতুন দুটি ঘাট তৈরির সিদ্ধান্ত গৃহিত হয়। সে আলোকেই সড়ক ও জনপথ বিভাগ নতুন ঘাটের সংযোগ সড়কের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ হলে আমরা ঘাট নির্মাণের কাজ শেষ করব।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবীব জানান, এবার ঈদ যাত্রায় প্রতিবছরের চেয়ে একটু বাড়তি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ৪টি ঘাটই সচল আছে এবং আশা করছি নির্মাণাধীন ঘাট দুটিও সচল হবে। এছাড়া কেউ লাইন ভঙ্গ করে ঘাট এলাকায় যানযটের সৃষ্টি করতে না পারে সে জন্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

(ওএস/এএস/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test