E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়ায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়, আটক ২

২০১৪ এপ্রিল ১০ ১৯:৩২:০৫
পেকুয়ায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়, আটক ২

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ দুইজনকে আটক করেছে। আটকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার শেখের খিল এলাকার মৃত: বদিউল আলমের পুত্র আবদুল জলিল (৫০) ও পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ের রায়বাপের পাড়া এলাকার আমির হামজার পুত্র আবদুল হাকিম(৪৫)।

ঘটনাটি ঘটেছে, ১০ এপ্রিল উপজেলার টৈটং-বাঁশখালী সীমান্ত এলাকায়। জানা যায়, টৈটং মৌজার প্রায় ৫ একর জমি নিয়ে বাশঁখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের জমিদার বাড়ির ফজলুল কবির চৌধুরী বাচ্চু মিয়া গংদের সাথে টৈটংয়ের পন্ডিত পাড়া এলাকার সেলিম চৌধুরী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমির মালিকানা ও আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে ইতিপূর্বে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে সেলিম চৌধুরী গংদের দখল থেকে উচ্ছেদ করতে বাচ্চু মিয়া গং বাঁশখালীর পুইছঁড়ী ও রাজাখালী ইউনিয়নের প্রায় ৪ শতাধিক বহিরাগত লোকজন নিয়ে অস্ত্রসস্ত্র নিয়ে টৈটংয়ে প্রবেশ করে । এসময় তারা এলাকায় ভীতি সৃষ্টি করতে প্রায় ২০/৩০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে বহিরাগতদের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তী উত্তর টৈটংয়ের শত শত এলাকাবাসীরা জড়ো হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গুলি বিনিময় হয়েছে। পরে টৈটং ইউনিয়নের শত শত স্থানীয়রা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌছলে বাচ্চু মিয়া গংদের পক্ষের লোকজন পালিয়ে যান। পরে ধাওয়া দিয়ে স্থানীয়রা বাচ্চু মিয়া গংদের পক্ষের দুইজনকে আটক থানা পুলিশকে সোপর্দ করে। পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান দুইজনকে আটকের কথা স্বীকার করেছেন।



(একেইউ/অ/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test