E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

২০১৭ জুন ১৯ ১৬:১৩:০৭
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলার ফটকি ব্রিজের উত্তর পাশে একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- নওগাঁর পত্নিতলার ভোলাকান্দি গ্রামের তজমল হোসেনের ছেলে মোখলেছার রহমান (৩৫) এবং একই উপজেলার আলপাকা গ্রামের মাহাতাব আলীর ছেলে আব্দুল করিম (৪৫)। নিহত অপর অপর ব্যক্তি ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার ফটকি ব্রিজের উত্তর পাশে একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৩৯১৬) সঙ্গে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৪৬৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন মারা যান। অপর ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানায় আনা হয়েছে।

(ওএস/এএস/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test