E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার চরাঞ্চলে ডাকাতের হামলা : নিহত ১, আহত ১৩

২০১৭ জুন ২০ ১৫:৩৪:৪৮
গাইবান্ধার চরাঞ্চলে ডাকাতের হামলা : নিহত ১, আহত ১৩

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দূর্গম চরাঞ্চলে হামলা চালিয়েছে ডাকাতরা। তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আজাহার আলী (৪৬) নামে এক ভূমিহীন কৃষক নিহত হয়েছেন। ডাকাতদের ছোড়া গুলিতে আরো অন্তত ১৩ জন আহত হয়েছেন। এসময় লাল মিয়া ও সুকুর আলী নামে দুই ব্যাক্তিকে অপহরণ করে ডাকাতরা।

মঙ্গলবার সকালে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দূর্গম চরাঞ্চল খঞ্চাবাড়ী আদর্শগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহাজার আলী ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের মৃত্যু ছফর উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে খোলাবাড়ী আর্দশ গুচ্ছ গ্রামে বসবাস করছিলেন।

ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, জামালপুর জেলার ইসলামপুরের জিগাতলা গ্রামের পেশাদার ডাকাত আবদুস ছাত্তারের নেতৃত্বে তার লোকজন ফুলছড়ির ওই চরে হামলা চালায়। এসময় তারা এলোপাতারী গুলি বর্ষণ করতে থাকে। এসময় গুচ্ছগ্রামের লোকজন ঘর থেকে বের হলে অর্তকিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের ছোড়া গুলিতে আজাহার আলীসহ অন্তত ১৩ জন আহত হন। এসময় গুচ্ছ গ্রামের লাল মিয়া ও সুকুর আলী নামে দুইজনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।

আহতরা হলেন, আবদুল আজিজ (৫০), হালিমা (১৮), আবদুর রহিম (৩২), রশিদুল (৩৮), শফিকুল (৩৫), ইয়াক্বু (২২), আজম (৩০), জিলহক (২৫), হাসেম (৪০) ও ভিক্ষু (৪০)। আহতরা সকলে খোলাবাড়ী গ্রামের বাসিন্দা। তাদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার ইফাত আরা শারমীন তাদের মধ্যে আজাহার আলীসহ দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আজাহার আলীর মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্র আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ টহল রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও অপহরণ হওয়া দুই ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

(এইচআইবি/এসপি/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test