E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে বাসের টিকিট ক্রয়ে নেয়া হচ্ছে অতিরিক্ত  টাকা

২০১৭ জুন ২২ ১৬:০০:০৩
ঠাকুরগাঁওয়ে বাসের টিকিট ক্রয়ে নেয়া হচ্ছে অতিরিক্ত  টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঈদের পর ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রীদের কাছে অগ্রীম টিকিট ক্রয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। টিকেটের গাঁয়ে দাম লিখা হচ্ছে একটা আর নেয়া  হচ্ছে তার চেয়েও বেশি। উপায় না পেয়ে যাত্রীরা কাউন্টার কর্তৃপক্ষের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

জেলা শহরে অবস্থিত কয়েকটি বাস কাউন্টারের ম্যানেজার জানান, সব পরিবহন কোম্পানীই ঈদ সামনে রেখে নূন্যতম ২শ থেকে ৩শ টাকা বেশি ভাড়া বাড়িয়েছেন। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুন বাড়ানো হয়েছে।

এদিকে বাসের বাড়তি ভাড়ার পাশাপাশি বাস কর্তৃপক্ষবখশিস হিসেবে হাতিয়ে নিচ্ছে আরও টাকা যাটিকেটে উল্লেখ করা হচ্ছে না। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পরিবহনের কাউন্টার ঘুরে এমন অভিযোগের প্রমান মিলেছে। বাস মালিকেরা ঈদের আগে হানিফ এন্টারপ্রাইজের ননএসি যাত্রীপ্রতি ৬শ নিলেও এখন নিচ্ছেন ৯শ টাকা। কিন্তু টিকেটের গায়ে লিখা হচ্ছে সাড়ে ৮শ টাকা। আর ৩৩ সিটের এসি বাসের ভাড়া নেওয়া হতো ১৫০০ টাকা। ঈদের অজুহাত দেখিয়ে এখন নেওয়া হচ্ছে ২৪শ টাকা। আর ৪০ সিটের এসি বাসের ভাড়া ১১শ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। আবার টিকেট বিক্রির সময় কাউন্টার কর্তৃপক্ষ বকশিস হিসেবে প্রতি টিকেটে ১-২শ টাকা বাড়তি অাদায় করছে।

এছাড়া নাবিল এন্টারপ্রাইজের স্কেনিয়া আরএম-টু এসিবাসের ভাড়া বাড়িয়ে নেয়া হচ্ছে ২৫শ আর নন এসি ৯০০।

শ্যামলী, রোজিনা, বাবলুসহ সব বাসের ভাড়া বাড়ানো হয়েছে। টিকেট ক্রেতা আলমগীর হোসেন, আব্দুর রহমানসহ অনেকে অভিযোগ করেন, হানিফ এন্টারপ্রাইজ এমনিতেই ঢাকার টিকিটের ভাড়া বেশি নিচ্ছে তার পরও প্রতিযাত্রীর কাছথেকে বকসিশ হিসাবে ৫০ থেকে ২০০ টাকা অতিরিক্ত আদায় করছে। যা টিকেটের গায়ে লিখা হচ্ছে না।

যাত্রীদের জিম্মি করে এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করলেও যেন দেখার কেউ নেই। আমরা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঠাকুরগাঁও হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার নারায়ন দাস বলেন, ঈদের আগাম টিকিট দেওয়ার ক্ষেত্রে প্রতিটি শীতাতপনিয়ন্ত্রিত বাস কোম্পানীই ভাড়া বাড়িয়েছে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

স্থানীয়ভাবে নেওয়া হয় না। ঢাকা মালিক সমিতিই এ সিদ্ধান্ত নেয়। তবে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে তিনি জানান চা খাওয়ার জন্য বকশিস হিসেবে নেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন জানান, বাসের টিকিটের দাম বাড়ানোর বিষয়ে তাঁদের সমিতিকে কিছুই জানানো হয় নি। আমরাও যাত্রীদের সুবিধার জন্য প্রশাসনের পদক্ষেপ কামনা করছি।

(এফআইআর/এসপি/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test