E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে জখম

২০১৭ জুন ২৪ ২০:৪৬:০৮
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি : রেকডীয় জমি থেকে জোর করে গাছ কাটতে বাধা দেওয়ায় এক মুক্তিযোদ্ধার মেয়েকে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে জিনিসপত্র লুট করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভাদড়া গ্রামের শাহজাহান সরদারের স্ত্রী মুক্তিযোদ্ধা সন্তান নাছিমা বেগম জানান, তার শ্বশুর রাজাউল্লাহ সরদার ১৯৬০ সালের ৩ মার্চ হিমচাঁদ সরদারের কাছ থেকে কোবালা দলিল মুলে ৭৪ শতক জমি কেনেন। এ ছাড়া পৈতৃক সূত্রে তিনি ৫১ শতক জমির মালিক ছিলেন। হিমচাঁদ সরদারের কাছ থেকে কেনা জমি নামপত্তন করেন। ওই জমি বর্তমান ডিপি খতিয়ানে রাজাউল্লাহ সরদারের ছেলে তার স্বামী শাহজাহান সরদারসহ তিনজনের নামে রেকর্ড হয়।

ওই জমি নিয়ে হিমচাঁদ সরদার ২০০৪ সালে দেওয়ানী ১৬২/০৪ মামলা করেন। পরে তিনি ওই জমি রাজাউল্লাহ সরদারকে দলিল করে দেননি মর্মে উল্লেখ করে জাল দলিল সৃষ্টির অভিযোগে দেওয়ানী ১২২/০৮ মামলা করেন। যা’ আজো বিচারাধীন রয়েছে। ওই জমিতে লাগানো পাট ও ফসল কেটে নেওয়ার অভিযোগে গত বছর তিনি জয়নাল ও মতিয়ারসহ কয়েকজনের নামে থানায় মামলা করেন। গত বছরের ১৯ আগষ্ট মামলার তদন্তকারি কর্মকর্তা ওই পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপরও ওইসব আসামীরা ওই জমি থেকে এবারও তাদের লাগানো পাট কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। বসতবাড়ি সংলগ্ন জমি ও গাছপালা জবরদখলের হুমকি দিয়ে আসছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে তারা কোন শালিস মানেনি। এমতাবস্থায় স্বামী ও তার ভাইয়েরা কর্মসূত্রে বিদেশে থাকায় জয়নাল ও তার ভাইয়েরা বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি গোয়েন্দা পুলিশে অভিযোগ করলে জয়নাল ও মতিয়ার কাগজপত্র না দেখিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে ঈদের পর বসাবসির কথা ছিল।

নাছিমা অভিযোগ করে বলেন, শনিবার সকালে জয়নাল সরদার তার ছেলে মিজানুর রহমান সরদার, জিয়ারুল সরদার, রজব আলী ও নূর ইসলামসহ কয়েকজন তার দখলীয় জমির একটি সৃষ্টিফুল গাছ কাটতে যায়। তিনি বাধা দেওয়ায় তাকে মারপিট করে মাটিতে ফেলে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় তার পরিহিত সোনার গহনা। তারা বাড়ির ভিতরে ঢুকে ব্যবহৃত জিনিসপত্র ও নগদ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি তিনি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহফুজকে অবহিত করেন। এরপরও তারা গাছ কাটা অব্যহত রাখে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তবে জয়নাল সরদার জানান, তারা তাদের কেনা জমিতে লাগানো গাছ কেটেছেন। নাছিমা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাশেম জানান, এ ঘটনায় নাছিমা বেগম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপপরিদর্শক হাফিজুর রহমানকে তদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test