E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

২০১৪ জুন ২৪ ১৫:০৭:০৬
রায়পুরে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি : চাঁদা দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার ঘটনায় রায়পুর থানায় দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে কলেজের অধ্যক্ষ শফিক উদ্দিন বাদী হয়ে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজীম ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রিয়াদের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩ জনকে আসামী করে ৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজের অধ্যক্ষ শফিক উদ্দিন বলেন, একাদশ শ্রেণিতে সরকার-নির্ধারিত এক হাজার টাকা ভর্তি ফি ধার্য করা হয়। ছাত্রলীগের নেতা রাজীম আরও ৩০০ টাকা হারে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তাকে দিতে বলে। তার অন্যায় প্রস্তাবে আমরা রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে কলেজে এ ঘটনায় ঘটায়। তাছাড়া সে এই কলেজের শিক্ষার্থীও নয়, বহিরাগত। তাই রাজীম ও রিয়াদসহ ৫জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, কলেজের অধ্যক্ষ নিজেই বাদী হয়ে দুই ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৫জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলা আসামীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, রায়পুর সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে গত সোমবার সকাল ১০টার দিকে একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষে শিক্ষকেরা ভর্তি কার্যক্রম শুরু করেন। বেলা ১১টার দিকে রাজীম তার কয়েকজন সহযোগী নিয়ে শিক্ষকদের ভর্তি কার্যক্রম বন্ধ করতে বলেন। এ সময় তিনি শিক্ষার্থীপ্রতি ভর্তিতে অতিরিক্ত ৩০০ টাকা করে তার জন্য আদায় করতে শিক্ষকদের চাপ প্রয়োগ করেন। কলেজ কর্তৃপক্ষ এতে অস্বীকৃতি জানালে তাঁরা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। পরে রাজীম কলেজের কলাপসিবল গেটে তালা মেরে অধ্যক্ষকে লাঞ্ছিত ও প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অধ্যক্ষকে বাসায় পৌছে দেয়।
(এমআরএস/এএস/জুন ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test