E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বদরগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

২০১৭ জুলাই ০১ ১৫:১৩:২৬
বদরগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের সাঁওতাল পরগণায় সংঘটিত ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬২তম বার্ষিকী উপলেক্ষে শুক্রবার উপজেলার লোহানীপাড়ায় বিশেষ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

‘জমি চাই মুক্তি চাই’ এই দাবিতে ১৮৫৫ সালের ৩০ জুন সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাইয়ের নেতৃত্বে সাঁওতালসহ অন্যান্য জাতিগোষ্ঠী ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন। এই বিদ্রোহে প্রতিবাদী সিধু, কানু, চাঁদ ও ভৈরবসহ প্রায় ১০ হাজার সাঁওতাল প্রাণ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর- ২ আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক, বদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আক্তারুজ্জাসান প্রধানসহ প্রমুখ।

(এবি/এসপি/জুলাই ০১, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ মে ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test