E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

২০১৭ জুলাই ০৩ ১২:১৭:১৬
ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় রাস্তা দিয়ে ট্রাক্টর করে বালু পরিবহন করার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের এক ইউপি সদস্যের সাথে ট্রাক্টরের মালিকের সংঘর্ষ বাধলে এতে ১৩জন আহত হন। আহতদের মধ্যে জাহেদ আলী (৫০) নামের একজন রংপুর হাসপাতালে রবিবার(২ জুলাই) বিকালে মৃত্যরবন করেন। ঘটনার পর পুলিশ ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর পক্ষের লোকেদের নজরদারিতে রেখেছেন।

জানা যায়, রবিবার সকালে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বিন্যাকুড়ি নামক স্থানে আব্দুর রশিদ
গ্রামের মাটির রাস্তা দিয়ে মাহিন্দ্র ট্রাক্টর করে বালু পরিরহন করার সময় একই ইইনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বাধা প্রদান করেন। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধলে আব্দুর রশিদের পক্ষে জাহেদ আলী (৫০), মোজাফ্ফর হোসেন (৪০), আমিনা বেগম (৪৫), আব্দুর রশিদ (৩০), মশিয়ার রহমান (৪৫), মনছুর আলী (৩০), অপর দিকে ইউপি সদস্য আমিনুর রহমান (৫০), পুত্র হাসানুর রহমান (২৮) ও হাবিবুর রহমান (২৫), জামাতা আসাদুজ্জামান (৩০), ভাই নুরল হক (৬৫), নুর হোসেন (৩৫) ও ভাতিজা শাহিন আলম (১৯) আহত হয়ে ডিমলা হাসপাতালে ভর্তি হন।

আহতদের মধ্যে জাহেদ আলী, মোজাফ্ফর হোসেন, নুরল হক ও আমেনা বেগমকে রংপুর হাসাপাতালে হস্তান্তর করা হয়। রংপুর হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার সময় বিকালে জাহেদ আলী সেখানে মারা যায়।

ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, রাস্তা দিয়ে বালু পরিবহনকে কেন্দ্র করে ইউপি সদস্যসের সাথে ট্রাক্টরের মালিকের সংঘর্ষ বাধে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
জাহেদ আলী নামে একজনের মৃত্যুর কারনে ডিমলা হাসপাতালে অপর পক্ষের লোকেদের পুলিশ নজরদারিতে রেখেছেন। নিহতের পরিবার মামলা দিলে আসামীদের গ্রেফতার করা হবে।

(এমআইএস/এসপি/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test