E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় উপ-নির্বাচনে বিজয়ী ইউপি মেম্বারের শপথ গ্রহণ

২০১৭ জুলাই ০৩ ১৫:২৪:৪২
পাংশায় উপ-নির্বাচনে বিজয়ী ইউপি মেম্বারের শপথ গ্রহণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ আসনের শূন্যপদে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি মেম্বার আসমা খাতুন গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, যশাই ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আলীম ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যশাই ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ আসনের মেম্বার হাফিজুর রহমানের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হয়। ১৮ এপ্রিল শূন্যপদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে ২৩ মে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে আসমা খাতুন ফুটবল প্রতীকে ৪৭৮ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থীদের মধ্যে সাবেক ইউপি মেম্বার মরহুম হাফিজুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন তালা প্রতীকে ৯১ ভোট ও আনসার মন্ডল মোরগ প্রতীকে ২৯ ভোট পান।


(এমএইচকে/এসপি/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test