E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে গোরস্থান দখল করে ঘর নির্মাণ, গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা

২০১৭ জুলাই ০৩ ১৫:৩৮:৩৪
ঠাকুরগাঁওয়ে গোরস্থান দখল করে ঘর নির্মাণ, গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা

ঠাকুরগাঁও প্রতিনিধি : গোরস্থানের জমি দখল করে পাকাঘর নির্মাণ ও বেড়া দেওয়ায়  বিক্ষুব্ধ জনতা  ঘরসহ বেড়া গুড়িয়ে দিয়েছে।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার পুকুর গোরস্তান এলাকায় জনৈক শাহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর স্থাপিত বেড়া এলাকাবাসি ভেঙ্গে গুড়িয়ে দেয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহিরুল ইসলাম রুহিয়া পুকুর গোরস্থানের জমি দখল করে কিছুদিন পূর্বে ওই জমিতে পাকাঘর নির্মাণের কাজ শুরু করে।বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা বাঁধা দিলে কিছুদূর কাজ করার পর তা বন্ধ থাকে।

পরবর্তীতে গোরস্থান রক্ষা কমিটির ব্যানারে স্থানীয় জনতা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঘেরাও করে পাকাঘর উচ্ছেদের দাবি জানায়।এমপি রমেশ চন্দ্র সেন ঘটনাস্থল পরিদর্শন করে গোরস্থান দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘর নির্মান কাজ বন্ধ রাখতে রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

এ নিয়ে রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু উভয় পক্ষের মাঝে সমঝোতার চেষ্টা করেন।

ব্যবসায়ী শাহিরুল ইসলাম ঘরের জমিটি তার কবলা খরিদা এবং রেকর্ডীয় মালিকের নিকট কিনে নিয়েছেন বলে জানালে গোরস্থান রক্ষা কমিটির লোকজন তার ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দিতে রাজি হয়।

এদিকে গত শনিবার সকাল থেকে ব্যবসায়ী শাহিরুল ইসলাম লোক দিয়ে গোরস্থানের বেশকিছু কবরে মাটি ফেলে ঢেকে দেয় এবং রাতের আধারে ঢেউটিন দিয়ে ওই জায়গাটি ঘিরে ফেলে।সকালে স্থানীয় মুসল্লীরা দেখতে পেয়ে মন্ডলাদাম গ্রামবাসীকে খবর দিলে গ্রামবাসি বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং সকাল ১০ টার দিকে শতশত নারী পুরুষ শিশু গোরস্থানের জমি থেকে বেড়া ও ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়।এসময় রুহিয়া থানার ওসি খান মোঃ শাহারিয়ার ও রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালায়।

ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান,গোরস্থানের জমিতে ঘর তোলার ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ করার জন্য এমপি সাহেব আমাকে দায়িত্ব দেয়।উভয়পক্ষকে নিয়ে শালিসে বসার কথা ছিল। কিন্তু ব্যবসায়ী শাহিরুল ইসলাম রাতারাতি বেড়া দিলে মুসল্লীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুদ্ধ জনতা বেড়া ও ইটের ওয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়।তবে ইট ও টিন ওই ব্যবসায়ীর বাড়িতে পাঠানো হয়েছে।

(এফআইআর/এসপি/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test