E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় খোলাতারে জড়িয়ে নারীর মৃত্যু

২০১৭ জুলাই ০৪ ১৯:৩৯:৫৪
গাইবান্ধায় খোলাতারে জড়িয়ে নারীর মৃত্যু

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের পোড়া বাড়ির মোড়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে একই গ্রামের আরো দুই ব্যক্তি বিদ্যুতায়িত হলে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মহুবর, মতিন ও মোমিন মিয়া স্থানীয় গড়দীঘি বাজারে অবস্থিত ট্র্যান্সমিটার থেকে সেচ পাম্প চালানোর জন্য খোলা তার ও বাঁশের খুঁটি দিয়ে সংযোগ নেয়। বোরো মৌসুম পার হলেও তারা সেই সংযোগ বিচ্ছিন্ন করেনি। মঙ্গলবার দুপুরে লাভলী বেগম মাঠে গবাদী পশু বেধে রাখেন। বিদ্যুতের খোলা তার জমিতে পড়ে জমির পানি বিদ্যুতায়িত হয়ে মাঠে বেঁধে রাখা গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। টের পেয়ে মালেক মিয়ার স্ত্রী লাভলী বেগম গরুটি ধরতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় প্রতিবেশী ছাত্তার মিয়া ও তার ছেলে ফুলমিয়া তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলী বেগমকে মৃত ঘোষণা করেন। ছাত্তার ও ফুলমিয়া সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষনিকভাবে রামচন্দ্রপুর পোড়াবাড়ী মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, গোটা গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম-নীতি লংঘন করে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে একেটি মৃত্যুফাঁদ পেতে রেখেছেন। তারা লাভলী বেগমের মৃত্যুর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করে তাদের শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, বোরো মৌসুম শেষ হওয়ার সাথে সাথে সেচ পাম্প মালিকদের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়। তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশ অমান্য করায় এই পরিস্থিতি। তবে শীঘ্রই সকল খোলা তার অপসারণ করে কভার তারে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

(এইচআইবি/এএস/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test