Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মে‌হেরপুর সড়ক দুর্ঘটনায় স্কুল ছা‌ত্রের মৃত্যু

২০১৭ জুলাই ০৬ ২১:৫৫:৩৯
মে‌হেরপুর সড়ক দুর্ঘটনায় স্কুল ছা‌ত্রের মৃত্যু

মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি : মে‌হেরপুর মু‌জিবনগর দর্শনা সড়‌কে রতনপুর নামক স্থা‌নে সড়ক দুর্ঘটনায় আ‌শিক মন্ডল (১৫) না‌মে এক স্কুল ছা‌ত্রের মর্ম‌া‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে আজ বৃহস্পতিবার রাত আটটার দি‌কে। আ‌শিক মন্ডল বা‌গোয়ান ইউ‌নিয়‌নের রতনপুর গ্রা‌মের সুন্দর মন্ড‌লের ছে‌লে এবং বা‌গোয়ান মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের নবম শ্রেণীর ছাত্র।

মু‌জিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌নিরুল ইসলাম জানান, আ‌শিক আটকবর স্থান নামক এলাকা থে‌কে মোটরসাই‌কেল যো‌গে বা‌ড়ি ফির‌ছিল প্র‌তিম‌ধ্যে এক‌টি পা‌খিভ্যা‌নের অভার‌টেক কর‌তে গে‌লে উভ‌য়ের ম‌ধ্যে মু‌খোমু‌খি সংর্ঘষ হ‌লে আ‌শিক গুরতর আহত হয়। এলাকাবা‌সি তা‌কে উদ্ধার ক‌রে মু‌জিবনগর কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়। তার অবস্থার অবন‌তি হ‌লে চি‌কিৎসক মে‌হেরপুর জেনা‌রেল হাসপাতা‌লে রেফাড ক‌রে সেখা‌নে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়। তি‌নি আ‌রো জানান, প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

(এমআই/এএস/জুলাই ০৬, ২০১৭)পাঠকের মতামত:

২০ অক্টোবর ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test