E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ৪০

২০১৭ জুলাই ০৭ ১৩:০০:১৭
নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ৪০

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের সাত নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারদের মধ্যে জলঢাকা থানায় ২১ জন, ডোমার থানায় ছয়জন, কিশোরীগঞ্জ থানায় পাঁচজন, সদর থানায় তিনজন, সৈয়দপুর থানায় তিনজন ও ডিমলা থানায় দুইজনসহ মোট ৪০ জন।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, গ্রেফতারদের মধ্যে বিস্ফোরক মামলায় চার আসামি রয়েছেন। এরা হলেন- জলঢাকা উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের আমির ও ওই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫) একই এলাকার সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫) ও কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াত কর্মী সৈয়দ আলী (৪৫)। এ ছাড়া একই থানার জামায়াত কর্মী দক্ষিণ দেশীবাই এলাকার মাহমুদুল আলম (৩৫), নুরজ্জামান (৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হককে (৩০) ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।

অপরদিকে ৩৩ জন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, জলঢাকায় বিশেষ অভিযানে ২১ জনসহ বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য থানায় পুলিশের নিয়মিত অভিযান চলছে।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test