E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চাঁদাবাজির মামলায় জেলা পরিষদ সদস্য আটক

২০১৭ জুলাই ০৮ ১৩:৫২:০৯
মৌলভীবাজারে চাঁদাবাজির মামলায় জেলা পরিষদ সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা জেলা পরিষদের এক সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছেনে।

মৌলভীবাজার জেলা পরিষদের ১২ নং ওয়ার্ডের সদস্য মশিউর রহমান রিপনকে (৪৫) শহরের শ্রীমঙ্গল সড়কের একটি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

আটক মশিউর রহমান রিপনের বাড়ী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামী থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২২ মে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক তাজুল ইসলামকে তার নিজ প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন চালিয়ে গুরুতর আহত করে মশিউর রহমান রিপন। পরে গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি দীর্ঘদিন চিৎিসাধীন ছিলেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী তাজুল ইসলামকে মারধরের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় রিপনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, রাতেই জেলা গোয়েন্দা পুলিশ আটক মশিউর রহমান রিপনকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

(একে/এসপি/জুলাই ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test