E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিদ্যুৎপৃষ্টে অঙ্গহানি তুহিনের ক্ষতিপুরণ দাবি

২০১৭ জুলাই ০৮ ২০:২৩:৫৩
বাগেরহাটে বিদ্যুৎপৃষ্টে অঙ্গহানি তুহিনের ক্ষতিপুরণ দাবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পল্লী বিদ্যুৎপৃষ্টে হয়ে অঙ্গহানির পর স্বাভাবিক জীবন-যাপন করতে সরকার ও সংশ্লিষ্টদের কাছে ক্ষতিপুরণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তুহিন নামের এক যুবক। শনিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মানবেতর অবস্থায় জীবন-যাপনকারী অঙ্গহানি যুবক তুহিন আর্থিক ক্ষতিপুরণ চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের ভ্যান চালক আবুল শেখের ছেলে তুহিন শেখ (২১) পল্লী বিদ্যুৎ ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স সালাম ব্রাদার্স’ এর অধীনে সামন্য বেতনে কাজ শুরু করেন। পরে জুনিয়র লাইনম্যান হিসাবে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি এলাকায় পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ডান হাত বিছিন্ন হয় এবং শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রায় তিন মাস ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়। তবে অঙ্গহানির কারনে তুহিন দরিদ্র পিতা-মাতাকে নিয়ে আয়রোজগার করতে না পারায় মানবেতর জীবন-যাপন করছে।

তুহিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নবম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছি। দরিদ্রতার কারনে সামনে আর এগুতে পারেনি। সংসারের হাল ধরতে গিয়ে আমার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে ও ডান হাতের অর্ধেক হারিয়েছি। পল্লী বিদ্যুৎ ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স সালাম ব্রাদার্স’ এর সত্তাধিকারী আব্দুস সালাম সাহেব চিকিৎসা বাবদ অধিকাংশ খরচ দিলেও আমার স্বাভাবিক জীবন যাপনের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি। আমি যাতে দরিদ্র-বাবা-মাকে নিয়ে কোন মতে কাজ বা ব্যবসা করে সংসার চালাতে পারি তাহার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি’।

(একে/এএস/জুলাই ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test