E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক

২০১৪ এপ্রিল ১১ ১০:৫০:৩৮
টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে  প্রায় কোটি টাকা মূল্যমানের ৩০ হাজার ৫শো ৬৩ পিস ইয়াবা আটক করেছে ৪২ বিজিবির জওয়ানরা।

সূত্র জানায়, ৪২ বিজিবির টেকনাফ বিওপির হাবিলদার মোঃ শামসুল আলমের নেতৃত্বে একটি টহল দল গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা আড়াইটায় সাবরাং মগপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. মুসা কলিম উল্লাহ নামের একজন মিয়ানমার নাগরিককে ২১ হাজার ৭শো ৩৫টি ইয়াবাসহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৬৫ লাখ ২০ হাজার ৫ শত টাকা।

মো. মুসা কলিমউল্লাহ মায়ানমারের মংড়ু হারাংখালী এলাকার দলিয়াপাড়ার মোঃ শুক্কুর আহমেদের ছেলে। আটককৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় হস্তান্তর এবং মুসার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে ৪২ বিজিবির দমদমিয়া বিওপি’র হাবিলদার মোঃ তরিবুর রহমানের নেতৃত্বে টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে চারটায় কেয়ারি ঘাটে অভিযান চালিয়ে ৮হাজার ৮ শত ২৮টি ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৪৮ হাজার ৪ শত টাকা।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ পৃথক অভিযান দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

(টিটি/এপ্রিল ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test