E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় চতুর্থ দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬

২০১৭ জুলাই ০৯ ১০:২৯:৫২
গাইবান্ধায় চতুর্থ দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালাচ্ছেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। অভিযানে ছয়জনকে প্রেপ্তার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, জঙ্গি আস্তানার সন্ধান, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নৌডাকাতি প্রতিরোধে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যা আল ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য অভিযানে অংশ নিয়েছেন। তারা উপজেলার চরখোর্দ্দা ও বেলকাসহ কয়েকটি চরাঞ্চলে অভিযান চালাচ্ছেন।

তিনি আরো জানান, অভিযানে সকাল সাতটা পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কয়েকটি চরে প্রথম জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় আইয়ুব আলী ওরফে শুকুর আলী (৩০) নামে এক ডাকাতকে আটক করা হয়।

এর পরদিন বুধবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তৃতীয় দিন শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দিঘলকান্দিসহ আশেপাশের চরগুলোতে জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় কাউকে গ্রেপ্তার বা জঙ্গি আস্তানার সন্ধান মেলেনি।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test