E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠকুরগাঁওয়ে সিগারেট খাবার জেরে যুবক খুন

২০১৭ জুলাই ১২ ১৩:১৫:৫৩
ঠকুরগাঁওয়ে সিগারেট খাবার জেরে যুবক খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সিগারেট খাবার জেরে এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও মুন্সিরহাট এলাকায় এই হত্যাকান্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ইসলামনগরের জনি জানায়, সপ্তাহ খানেক আগে ইসলাম নগরের (খানকাশরীফ) মান্নান (৩২), পিতা মৃত তসিরউদ্দিন বন্ধু বড়বাড়ির শান্তর'র কাছে যায়। এ সময় মন্দিরপাড়ার গৌরাঙ্গদত্তের ছেলে সজীব দত্ত তাদের সিগারেট খেতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। বয়সে ছোট হবার কারণে সে মেনে নিতে না পেরে হট্টগোল বাধিয়ে দেয়। তাৎক্ষণিক সমস্যা না হলেও সজীব মনের ভেতর জের পুষে রাখে। মঙ্গলবার রাতে মান্নান শহর থেকে বাড়ি ফেরার পথে সজীব, শান্ত ও অগ্যাত একজন মান্নানকে ধাওয়া করে।

এসময় মান্নান মুঠোফোনে জনিকে ধাওয়া খাওয়ার ঘটনা জানায়। জনি, জুম্মন ও সুমন নামের তিন যুবক দ্রুত তাদের উদ্দেশ্যে রওনা হয়। মুন্সিরহাটের কাছে সবাই একত্রিত হয়। এসময় সজীব ধারালো ডেগার দিয়ে মান্নানের পিঠে এলোপাথাড়ি কোপাতে থাকে। জুম্মন আটকাতে গেলে শান্ত তাকে পেচিয়ে ধরে এসময় সজীব জুম্মনের পায়েও কোপায়। গুরুতর অবস্থায় জনি ও সুমন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

হত্যাকান্ডের খবর পেয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ হাসপাতালে ছুটে যান এবং মৃতের পরিবারকে আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বস্ত করেন।

এ ব্যাপারে সজীবের বড় ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের কাছে জানতে চাইলে তিনি জানান, তার বাবা গুরুতর অসুস্থ হবার কারণে সে তাকে নিয়ে ব্যস্ত এবং এই ঘটনা মিডিয়া ভাইদের কাছেই জেনেছেন।

তিনি আরও বলেন, যদি কেউ কোন খারাপ কাজ করে থাকে তবে তার দায় অভিযুক্তকেই নিতে হবে।

(ওএস/এসপি/জুলাই ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test