E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপত্তাহীনতার আশংকায় ঈশ্বরদী পৌর মেয়রের সংবাদ সম্মেলন

২০১৭ জুলাই ১২ ১৬:১১:৪২
নিরাপত্তাহীনতার আশংকায় ঈশ্বরদী পৌর মেয়রের সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : হাইকোর্ট হতে সদ্য জামিনপ্রাপ্ত ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু তাঁর নিজের জীবননাশ এবং পৌর পরিষদের নিরাপত্তাহীনতার আশংকা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার দুপুরে পৌরসভার মিলনায়তনে এক জণাকীর্ণ সংবাদ সম্মেলনে মেয়র মিন্টু বলেন, ‘রেলওয়ে থেকে লীজ নিয়ে এবং পুজি খাটিয়ে যারা মাছ চাষ করছিল, দূর্বৃত্তরা তাদের পুকুরের মাছ লুট করে তাদের এবং আমাকে প্রধান আসামী করে ঈশ্বরদী থানায় মিথ্যা মাছ লুটের মামলা দায়ের করে। সেই মামলায় হাইকোর্ট হতে জামিন নিয়ে আজ যখন প্রথম পৌরসভায় আসব।

সেসময় আমাকে কেউ কেউ ফোন করে জানান, পৌরসভার সামনে এবং পোষ্ট অফিস মোড়ে কিছু উশৃংখল ও দুর্বৃত্ত কারো কারো পরামর্শে আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করছে। আমি যাতে পৌরসভায় না ঢুকতে পারি সেজন্য ওই দূর্বৃত্তরা অবস্থান নিয়েছে।

তিনি জানান, এসময় আমি প্রশাসনের স্মরণাপন্ন হয়ে পৌরসভায় আসি। এসময় আমার সহধর্মীনি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া ঘটনার ভয়াবহতায় আমার সাথে পৌরসভায় আসে।

ঘটনার আকষ্মিকতা ও ভয়াবহতায় আমি তাৎক্ষনিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি বলে তিনি জানান।

পৌরসভার উন্নয়নের গতিধারাকে যারা বাধাগ্রস্থ করতে চায় তাদের আইনের আওতায় নেয়ার জন্য তিনি দাবি জানান।

তিনি আরো বলেন, ঈশ্বরদী পৌরসভার উন্নয়নকে বেগমান করার জন্য আমি সাংবাদপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্মরণাপন্ন হচ্ছি। এসময় তাঁর স্ত্রী ছাড়াও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test