E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন

২০১৪ জুন ২৫ ১২:৫৬:৪০
বরগুনায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : বরগুনায় বিদ্যুতের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক কমিটি।

বুধবার সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ভান্ডারিয়া থেকে বরগুনায় আসা ৬৫ কি. মি. বিদ্যুৎ সরবরাহ লাইনটি ঘনঘন সমস্যা করায় বরগুনায় একটি পূর্ণাঙ্গ গ্রিডে সাবস্টেশন নির্মাণ, ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি কুইক রেন্টাল প্লান্ট স্থাপন, জাতীয় গ্রিডে অন্তর্ভূক্ত হওয়ার জন্য পায়রা নদীতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালীর সঙ্গে সংযোগ স্থাপনের দাবি জানান তারা।

সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র শাহদাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. ক. (অব.) আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গোলাম সরওয়ার টুকু প্রমুখ।

(ওএস/এইচআর/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test