E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

“চেতনায় চাটমোহর” এর উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ

২০১৭ জুলাই ১৪ ১৬:১০:১৫
“চেতনায় চাটমোহর” এর উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানিতে ডুবে এক কিশোরের করুণ মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে চাটমোহরের যুব সমাজকে। জীবন রক্ষার্থে প্রতিটি মানুষের সাঁতার জানা আবশ্যক হলেও চাটমোহর সদরসহ এর আশপাশ এলাকায় উপযুক্ত নদী-জলাশয় না থাকায় এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে সাঁতার শেখা থেকে। ফলে প্রায় ৬০ শতাংশ ছেলে-মেয়ে সাঁতার শিখতে পারছে না। প্রায়শই ঘটছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা।

শিশু মৃত্যু রোধে “চেতনায় চাটমোহর” নামক একটি ফেসবুক গ্রুপ শিশুদের সাঁতার শেখানোর ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করে। তাদের ফেসবুক গ্রুপ পেজে বিনা মূল্যে সাঁতার শেখানোর ঘোষণা দিলে ব্যাপক সাড়া পায়। শিশুদের লাইফ জ্যাকেট পরিয়ে দমকল বাহিনীর সদস্যরা পানিতে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছেন।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় মথুরাপুর ইউনিয়নের ভাদুনগর এলাকায় অবস্থিত হানুফা এগ্রোফার্মের পুকুরে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এ পর্যন্ত ১১০ জন শিশুকে রেজিষ্ট্রেশন করিছেন অভিভাবকরা। এ প্রশিক্ষণে সার্বিক সহায়তা করছেন চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
উদ্বোধন কালে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, হানুফা এগ্রোফার্মের সত্ত্বাধিকারী ডাঃ মো. আব্দুল জলিল, চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চেতনায় চাটমোহর ফেসবুক গ্রুপের আসাদুজ্জামানসহ চেতনায় চাটমোহর গ্রুপের সদস্যগণ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবছর বর্ষার সময়সহ অন্যান্য সময়ে পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু ঘটে। সম্প্রতি পানিতে ডুবে থানার পুলিশ কর্মকর্তা তৌরিদুল ইসলামের ছেলে তপু (১১) এর মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে তারা। অকাল মৃত্যু এড়াতে আমরা বিনা মূল্যে সাঁতার শেখানোর এ উদ্যোগ গ্রহণ করি।

তারা আরও জানান, দেশের অন্যান্য এলাকার মানুষ চেতনায় চাটমোহরের এ উদ্যোগ দেখে স্ব-স্ব এলাকায় বিনামূল্যে সাঁতার শেখানোর ব্যবস্থা গ্রহণ করলে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা কিছুটা হলেও কমবে বলে আমরা বিশ্বাস করি।


(এসএইচএল/এসপি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test