E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ১৬ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক

২০১৭ জুলাই ১৪ ১৮:৫০:৩৮
বাগেরহাটে ১৬ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আপন ভাইসহ পৃথক দুটি হত্যা মামলায় নামের ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইলিয়াস শেখকে (৪৮) ১৬ বছর পর আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস শেখ চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে। র‌্যাব-৬ এর কোম্পনী কমান্ডার লে. কমান্ডার মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে ইলিয়াস শেখ ১৯৯৯ সালে তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদি আরবে চলে যায়। দেশে ফিরে আবারো একই এলাকার তরিকুল নামে এক ব্যাক্তিকে হত্যা করে। ২০১১ সালে বাগেরহাট দায়রা জজ আদালত পৃথক ওই দুটি হত্যা মামলায় ইলিয়াসকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এর পরে সে নাম পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সম্প্রতি বাড়িতে এসে একটি বাহিনী গড়ে তোলে ওই ইলিয়াস। র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এসব তথ্য যাচাই শেষে তাকে আটক করে। আটক ইলিয়াস শেখকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৬ এর কোম্পনী কমান্ডার মো. জাহিদ জানান।

(একে/এএস/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test