E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি পেশ

২০১৪ জুন ২৫ ১৬:১০:৩৭
সাতক্ষীরায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি পেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সমকাজে সমমর্যাদা ও সমবেতনসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে বেতন ও চাকুরি কমিশন-২০১৩ এর চেয়ারম্যান বরাবর বুধবার সকাল ১১টায় এ স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্যাডার/নন ক্যাডার কর্মকর্তাদের জন্য পৃথক সরকারি চাকুরি কমিশন (পিএসসি) গঠন ও কার্যকর থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের জন্য কোন কমিশন গঠিত হয়নি। সমন্বয় পরিষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বেতন কমিশনের সঙ্গে চাকুরি কমিশন যুক্ত করায় কর্মীরা আশার আলো দেখতে পেয়েছে। এক্ষেত্রে প্রত্যেক অধিদপ্তর/পরিদপ্তরের প্রথম শ্রেণির শূন্য পদের (জ্যেষ্টতার ভিত্তিতে ২৫ শতাংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী ধারীদের জন্য ২৫ শতাংশ) মোট ৫০ শতাংশ পদ কর্মচারিদের পদোন্নতির জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া পদোন্নতিবিহীন পদগুলোতে পদোন্নতির প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব রাখা হয়।
এ ছাড়া বৃহত্তম গণকর্মচারি সংগঠণ হিসেবে নি¤œআয়ের কর্মচারিদের পেশাগত সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডে উল্লেখ-কালিন সদস্য হিসেবে এ সংগঠণের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সদস্য সচিবদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য ইউনুছ আলী, আব্দুল গফফার, হাবিবুর রহমান, আবু ছিদ্দিক, তপন বিশ্বাস, আজমল হোসেন, আব্দুল ছালাম, আব্দুল হাকিম, আব্দুর রশীদ. হোসেন আলী, ছহিলউদ্দিন, আনিছুর রহমান, ফেরদৌসী খাতুন, হাফিজা খাতুন ও আব্দুর রশীদ।
(আরকে/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test