E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে ভূমিহীনদের খাস জমির দলিল হস্তান্তর

২০১৪ জুন ২৫ ১৬:২৫:৫২
পীরগঞ্জে ভূমিহীনদের খাস জমির দলিল হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২২ জন ভূমিহীন আদিবাসীর মাঝে সরকারি খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আওতায় পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে আয়োজিত সভায় আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে এই দলিল হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত ৩ জেলা প্রশাসক আব্দুল ওয়াহেদ।

বক্তব্য দেন, পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, হেকস্ বাংলাদেশ’র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার নুরুন নাহার, ইএসডিও’র সেক্টর কো-অর্ডিনেটর শাহ মোহা. আমিনুল হক। এ সময় আবুল কাশিম, ইউপি চেয়ারম্যান শফিরউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, আদিবাসী
নেতা মাইকেল হাজদা, সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী সিরাজুল সালেকিনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(জেএবি/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test