E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়নগর পিজিসিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফারকে অপসারণ

২০১৭ জুলাই ১৫ ২৩:০০:৩৫
জয়নগর পিজিসিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফারকে অপসারণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শিক্ষার্থী পেটানোসহ একাধিক অভিযোগে অবশেষে ঈশ্বরদীর জয়নগর পাওয়ার গ্রীড কোম্পানীর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নিলুফার ইয়াসমিনকে চাকুরি হতে অপসারণ করা হয়েছে। গত ৯ই জুলাই পাওয়ার গ্রীড কোম্পানীর ঢাকাস্থ প্রধান কার্যালয় হতে ৪১২০ নম্বর স্মারকে প্রেরিত পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে বিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে। পত্রে বলা হয়, পিজিসিবি’র চাকুরি বিধি ২০১৬ এর ৯.৩ ধারার বিধান অনুযায়ী এবং তার চাকুরির ৮ নং শর্ত অনুসারে চাকুরি চুক্তি বাতিল করা হল।

জানা যায়, চলতি বছরের ৬ই এপ্রিল ৭ম শ্রেণীর ছাত্র শাহারিয়ার হোসেন শান্তকে ক্লাশে বেদম পিটানোর কারণে শান্ত অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় ঘটনাটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। ঘটনার পর ১১ই এপ্রিল শান্ত লিখিতভাবে অভিযোগ কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দাখিল এবং ভীত হয়ে স্কুল পরিত্যাগের জন্য টিসি প্রদানের জন্য আবেদন করে।

এছাড়া স্কুলের আরো ৪৫ জন শিক্ষার্থী শিক্ষিকা নিলুফারের বিরুদ্ধে অভিযোগ এনে স্কুল ত্যাগের জন্য টিসি প্রদানের দাবী করেন। এছাড়া স্কুলের সকল শিক্ষক ও কর্মচারী নিলুফারের আচরণে বিক্ষুদ্ধ ছিল বলে জানা গেছে। এই অবস্থায় অভিভাবক ও এলাকাবাসী নিলুফারের বিরুদ্ধে বিচারের দাবী জানায়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পিজিসিবি’র প্রধান কার্যালয় গত ১৭ই এপ্রিল রাজশাহী জিএমডি’র নির্বাহী প্রকৌশলী এমরান আলীকে আহব্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে শিক্ষিকা নিলুফারের চাকুরি চুক্তি বাতিল করা হয়।

এরআগে ২০১২ সালে আওয়ামী লীগের সলিমপুর ইউনিয়নের সভাপতি নায়েক আব্দুল কাদের, সলিমপুর ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান, সলিমপুর কলেজের শিক্ষক রফিকুল ইসলাম মুকুল এবং এলাকার অভিভাবকরা নিলুফরের নিরুদ্ধে নৈতিকতা ও চারিত্রিক অবক্ষয়ের অভিযোগ এনে অপসারণের দাবি জানায়।

শিক্ষকরা জানান, নিলুফার চাকুরি চ্যুতির খবর পেয়ে বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকসহ শিক্ষক-কর্মচারীদের হুমকি দিচ্ছে। এব্যাপারে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, পাওয়ার গ্রীড কোম্পানীর প্রধান কার্যালয় হতে তদন্ত পূর্বক তাকে অপসারণ করা হয়েছে। এতে আমার কোন হাত নেই। তদুপরি, নিলুফার আমাকে হুমকি-ধামকী দিচ্ছে যে, আমার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সহ সম্মানহাণি করার জন্য নারী ঘটিত শক্তি প্রয়োগ করবে।

(এসকেকে/এএস/জুলাই ১৫, ২০১৭)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test