E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে স্কুল ও বসতঘরে ৭৩ গোখরা

২০১৭ জুলাই ১৬ ১৪:২৩:২৮
চাটমোহরে স্কুল ও বসতঘরে ৭৩ গোখরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে এবার বসতঘর ও একটি সরকারী স্কুল থেকে ৭৩টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পিটিয়ে মেরে ফেলা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দোলং মহল্লার আসান আলীর বাড়ি থেকে ৬০টি ও সকালে নিমাইচড়া ইউনিয়নের করকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এ সময় উভয় এলাকা থেকে মা সাপ পালিয়ে যায়।

জানা গেছে, আসান আলীর বাড়ির লোকজন টিভি দেখার জন্য পাশের বাড়ির কোকিল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন মেঝেতে বসার জন্য ঘরের মধ্যে রাখা মাদুর নিতে গেলে কয়েকটি গোখরা সাপের বাচ্চা বেড়িয়ে আসে। এ সময় সবাই দৌড়ে ঘরের বাইরে বেড়িয়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের মাটি খুঁড়ে একে একে রাত সাড়ে ১টা পর্যন্ত ৬০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলে।

অপরদিকে উপজেলার করকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে সকাল ১১ টার দিকে পঞ্চম শ্রেনীর ক্লাস চলাকালীন অবস্থায় এক ছাত্রী স্কুল রুমের দেয়ালের ফাঁকে (ফাঁটল অংশে) একটি সাপ দেখতে পায়। পরে দেয়ালের ওই ফাটল থেকে একে একে ১৩টি সাপ গোখরা সাপের বাচ্চা বের হয়। পরে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনার পর পুরো চাটমোহর জুড়ে সাপ আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মীর কাশেম আলীর বসত বাড়ির পরিত্যক্ত ঘরে থাকা ১৭টি গোখরা সাপ উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

(এসএইচএল/এসপি/জুলাই ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test