E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পুলিশ সুপারের টেবিল টেনিস বোর্ড উপহার

২০১৭ জুলাই ১৬ ১৫:২৮:৫২
বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পুলিশ সুপারের টেবিল টেনিস বোর্ড উপহার

মাগুরা প্রতিনিধি : মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের জন্য একটি টেবিল টেনিস বোর্ড উপহার দিলেন পুলিশ সুপার। গতকাল রবিবার দুপুরে তিনি মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্রছাত্রীদের জন্য এ উপহারের ঘোষণা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মাখন, সহ সভাপতি আবুল হোসেন খান, বাবর আলী, প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিনসহ অন্যরা।

এ সময় পুলিশ সুপার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্লাসরুম ও কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের নিজস্ব স্থায়ী কার্যালয় ও অন্যান্য উন্নয়ন মূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। এ বছর জুন মাসে জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক টেবিল টেনিস প্রশিক্ষণে এ বিদ্যালয়ের ৮টি শিশু অংশ নেয়। এর সময় তারা কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করে।

গত ৪ বছর ধরে মাগুরার একমাত্র বিশেষায়িত এ স্কুলটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্কুলে বর্তমানে ৫৩ জন শিশু নিয়মিত ক্লাস করে থাকে।

(ডিসি/এসপি/জুলাই ১৬, ২০১৭)







পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test