E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় মিলন বাজার জামে মসজিদ

২০১৭ জুলাই ১৭ ২৩:৫৮:০৪
হালুয়াঘাটে নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় মিলন বাজার জামে মসজিদ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে নদীগর্ভে বিলিন হওয়ার আশংখ্যা জয়রামকুড়া মিলন বাজার বাইতুল আমান জামে মসজিদ, সরকারী সহযোগীতা চান এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, জয়ড়ামকুরা মিলন বাজার সংলগ্ন টুকিয়ারখালের পূর্ব পার্শ্বে ২০০১ সালে স্থানীয় মুসুল্লিদের উদ্যোগে ৬ শতাংশ ভুমির উপর স্থাপিত করা হয় মিলন বাজার বাইতুল আমান জামে মসজিদটি।

সম্প্রতি অকাল বর্ষণে মসজিদটির ৩টি পাকা বাথরুমসহ মিনারের পাশ হতে ধসে পড়ে। শীঘ্রই মাটি ধস ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে মসজিদটির।

মসজিদের সভাপতি, মোঃ আজিম উদ্দিন,সম্পাদক শফিকুল ইসলাম ও ইমাম হাফেজ আকবর আলী জানান, প্রতিদিন প্রায় ২ শতাধিক মুসুল্লি উক্ত মসজিদে নামাজে অংশ গ্রহন করেন। সম্প্রতি অকাল বর্ষণে মসজিদের তিনটি বাথরুম নদীগর্ভে বিলিন হয়েছে। দ্রুত ধসরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে না পাড়লে মসজিদটি হয়ত বিলিন হয়ে যাবে। প্রায় ১৬ বছর যাবত স্থাপিত প্রতিষ্ঠানটিতে সরকারি কোন সহযোগিতা পাচ্ছেন না।স্থানীয় মুসুল্লিরা সরকারী সহযোগিতার দাবী জানান।

(জেসিজি/এএস/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test