E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস দুর্ঘটনা চালকসহ ২ জন বরখাস্ত

২০১৭ জুলাই ১৮ ১৬:০৯:৪৭
ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস দুর্ঘটনা চালকসহ ২ জন বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর অদূরে মূলাডুলি ষ্টেশনে খুলনা থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস দুর্ঘটনার জন্য দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, ওই গাড়ির চালক রবিউল ইসলাম ও সহকারি লোকো মাস্টার আহসান উদ্দিন। রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে ওই দু’জনকে দায়ী করায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ই জুলাই চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশন থেকে দুপুর ১.০৫ মিনিটে ছেড়ে মূলাডুলি স্টেশন পার হওয়ার সময় ১.২২ মিনিটে ৩টি কোচ নিয়ে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৭ ঘন্টা ঢাকার সাথে উত্তর-দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পাকশী বিভাগীয় রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তাৎক্ষনিকভাবে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।


(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test