E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

২০১৭ জুলাই ১৮ ১৬:১২:৩৫
চাটমোহরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ,টেকসই ও নিরাপদ মৎস্য সম্পাদ উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি, জলজ পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচী গ্রহণ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছ উৎপাদন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, চাটমোহর উপজেলায় মোট ১১ হাজার ৫১৩ মে.টন মাছ উৎপাদন হয়। এখানে মোট চাহিদা ৬ হাজার ৫৭৫ মে. টন। মাছ উৎপাদনে চাটমোহর উপজেলা উদ্বৃত্ত উপজেলার তালিকায়।

তিনি বলেন, মাছ সংরক্ষণ, মাছের আবাসস্থল উন্নয়ন, মৎস্য আইন বাস্তবায়নসহ বিভিন্ন কাজ করছে মৎস্য দপ্তর। ৩টি প্রকল্পের মাধ্যমে চাটমোহর উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নের কাজ করা হচ্ছে।

(এসএইচএম/এসপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test