E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, গ্রেফতার ২

২০১৭ জুলাই ১৯ ২০:৫৯:১০
সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, গ্রেফতার ২

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর মালভাঙ্গাপাড়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হন। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষ বাবলুর মা ও মেয়েকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে একটি বিরোধপূর্ণ জমিতে হাল দিতে যায়। এসময় প্রতিপক্ষ বাবলু মিয়া তার লোকজনসহ লাঠিসোটা ও ধারাল অস্ত্রসস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে হাজির হয়। প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবলু মিয়া ও তার লোকজন আব্দুর রাজ্জাককে মারপিট করতে থাকে। এসময় আব্দুর রাজ্জাকের খালু শহিদুল ইসলাম রাজ্জাককে রক্ষা করতে এগিয়ে এলে বাবলু মিয়া লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তার উপরেও হামলা চালায়। ওই ঘটনায় সিরাজুল ইসলাম, শরীফা বেগম, সৌরভ মিয়া ও গোলাপী বেগমসহ ৫ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা শহিদুল ইসলামসহ আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। এরমধ্যে শহিদুল ইসলাম ও গোলাপী বেগমের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে অ্যাম্বুলেন্সে শহিদুল মারা যান। মৃত্যুর সংবাদ পাওয়ার পর উত্তেজিত জনতা সন্ধ্যার পর বাবলুসহ ৫-৬ জনের বাড়ি ভাংচুর করে। গতকাল বুধবার আবারও স্থানীয় লোকজন ওইসব বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে মালামালসহ বাড়ি ভস্মিভুত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বাবলুর মা রহিমা বেগম ও বোন কোহিনুর বেগমকে গ্রেফতার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের ভাতিজা আব্দুর রাজ্জাক বাদী হয়ে বুধবার সুন্দরগঞ্জ থানায় ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(এইচআইবি/এএস/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test