E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বোরো সংগ্রহ অভিযানে ৪৫ জন চুক্তিবদ্ধ 

২০১৭ জুলাই ২০ ১৫:১৪:৫৪
ঈশ্বরদীতে বোরো সংগ্রহ অভিযানে ৪৫ জন চুক্তিবদ্ধ 

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা) : চলতি বোরো মৌসুমে ঈশ্বরদীর দুটি খাদ্য গুদামে সংগ্রহ অভিযান সফল হচ্ছে না। ঈশ্বরদীর ৫৮১ জন তালিকাভূক্ত মিলারের মধ্যে খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র ৪৫ জন মিলার।

৫৩৬ জন মিলারকে কালো তালিকাভূক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে বলে ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশী থাকায় এসব মিলাররা সরকারের সাথে গুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদিন জানান, এসব মিলারদের বিরুদ্ধে শাস্তি হেসেবে আগামী চার মৌসুম অর্থাৎ ২ বছর তারা সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারবে না। এছাড়া চুক্তি করার পরও যদি কোন মিলার চাল সরবরাহ না করে তবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা স্বরূপ ২ মৌসুমে তারা চাল সরবরাহ করতে পারবে না।

খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী সরকারি খাদ্য গুদাম ও মূলাডুলি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের জন্য চলতি বোরো মৌসুমে মোট ১৮,৪১২ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ২রা মে হতে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩১শে আগষ্ট পর্যন্ত। গত ১১ই জুলাই উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু এবং নির্বাহী অফিসার নাছরিন আক্তার প্রথম বোরো মৌসুমের চাল সংগ্রহের উদ্বোধন করেন।

উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথা জানান, তাদের কেন্দ্রীয় সংগঠন অটো মেজর হাসকিং মালিক সমিতির পক্ষ হতে প্রতি কেজি চালের দাম বস্তায় ৩৮ টাকা এবং চুক্তি মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেও চালের দাম পুনঃনির্ধারণ করেনি। ফলে লোকসান দিয়ে মিল মালিকরা সরকারি গুদামে চাল সরবরাহে সম্মত হয়নি।

ঈশ্বরদী সরকারি গুদামের কমৃকর্তা আসাদুজ্জামান খান জানান, তার গুদামে ২৭ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন। এপর্যন্ত মাত্র ৫৭ মেট্রিকটন চাল সংগ্রহ হয়েছে বলে তিনি জানান। অপরদিকে মূলাডুলি গুদামে ১৮ জন মিলার চুক্তিবদ্ধ হযেছেন বলে জানা যায়।

মিল মালিকদের সাথে সরকারের চালের মূল্য নির্ধারণ নিয়ে জটিলতার কারণে ঈশ্বরদীর দুটি খাদ্য গুদামে সরকারের চাল সংগ্রহ অভিযান মূলত ব্যর্থ হতে চলেছে।

(এসকেকে/এসপি/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test