E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ : আহত ২০

২০১৭ জুলাই ২০ ২০:৫০:৪৬
পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ : আহত ২০

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের সম্মেলন উপলক্ষ্যে একটি মিছিল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। অপরদিকে উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখার নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে হামলা চালায়। পরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়াসহ ঢিল ছোড়াছুড়ির এক পর্যায়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ছাত্রদলের অন্তত: ২০ জন নেকাকর্মী আহত হয়।

আহতরা হলেন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু সরকার, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক সবুজ, হানিফ, মামুন, কলেজ ছাত্রদল নেতা রাজিব, সিদ্দিক, মাহমুদ, নয়ন, সাব্বির, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক মিলন, শামীম রেজা, আপেল, কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা সুমনসহ অন্তত: ২০ জন। আহতদের সদরের বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ছাত্রদল একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে। এরপর ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুল কলেজ ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী ২২ জুলাই উপজেলা ছাত্রদলের পক্ষে বিক্ষোভ মিছিল আহবান করেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের সম্মেলন আয়োজন উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে ২০ জুলাই বৃহস্পতিবার কর্মসূচী পালনের অনুমতি চেয়ে আবেদন করে। এরই প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলকে লিখিত অনুমতি না দিলেও মৌখিক অনুমতি প্রদান করেন বলে কলেজ ছাত্রদল নেতাকর্মীরা জানান।

(এসআরডি/এসপি/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test