E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষক হয়ে শ্রেণিকক্ষে প্রতিমন্ত্রী

২০১৭ জুলাই ২১ ১৪:২৭:৫৭
শিক্ষক হয়ে শ্রেণিকক্ষে প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক হয়ে ঢুকলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম। এসময় শিশুরাও মন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে। ক্লাস শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে সেলফি তোলেন। পরে সেটি ফেসবুকে প্রকাশ করেন মন্ত্রী।

শ্রেণিকক্ষে শিশুদের কাছে শাহরিয়ার আলম জানতে চান, কিভাবে বঙ্গবন্ধুর নাম খোকা হয়েছিল, কোথায় জন্মগ্রহণ করেন এ শ্রেষ্ঠ বাঙালি, শিশুদের মাঝে কেন আদর্শ ব্যক্তি হলেন তিনি, কেন স্বাধীনতার ডাক দিলেন, কেন জেলে গেলেন, কী কারণে এবং কত সালে ঐতিহাসিক ভাষণ দিলেন? শিশুরাও যারা জানে, তারা হাত তুলে আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করছিল। পরে শাহরিয়ার আলম বঙ্গবন্ধুর সঠিক জীবনী পাঠ করার আহ্বান জানান।

বিদ্যালয়টির শেখ রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবের উদ্বোধন শেষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে ওই ল্যাব উদ্বোধন করা হয়।

ক্লাস চলাকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আগতরা শ্রেণিকক্ষের বাইরে অপেক্ষা করেন। তাদের মধ্যে ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ওসি আলী মাহমুদ, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহসভাপতি সাইদুর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নার্গিস খাতুন প্রমুখ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও উপজেলা মৎস্য মেলার উদ্বোধন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছিন্নমূল পরিবারের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেন। পরে বিকেলে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন।

(ওএস/এসপি/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test