E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে যানজটের নেপথ্যে ট্রাক্টর-অটোরিকসা ও সিএনজি

২০১৭ জুলাই ২১ ১৫:২১:২৪
পলাশবাড়ীতে যানজটের নেপথ্যে ট্রাক্টর-অটোরিকসা ও সিএনজি

পলাশবড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি : সীমাহীন যানজটে পলাশবাড়ীর শহরের মানুষের দুর্ভোগ এখন চরমে। প্রতিদিনই বাস-ট্রাক-ভটভটির সাথে দুর্ঘটনা ঘটছে পথচারিদের।

যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটির কাজ ২৫ বছরেও সম্পন্ন হয়নি। শহরের স্বল্প পরিসরের সড়কগুলো দিয়ে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নিয়ন্ত্রণহীন রিক্সা এবং বাস-ট্রাক, ম্যাজিক, অটোবাইক, ভটভটি, গ্রামবাংলা মোটরযান-নসিমন-করিমনের অবাধে চলাচল করছে শহরের অপরিসর সড়ক দিয়ে।

এছাড়া বালু ও মাটিবাহি ট্রাক্টর ও কাঁকড়া অবাধ চলাচলে একদিকে সড়কগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি দুর্ঘটনার আশংকা নিয়েও শহরবাসীকে যাতায়াত করতে হচ্ছে অতিকষ্টে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রয়োজনীয় ট্রাফিক পুলিশও দেয়া হচ্ছে না।

রাস্তার দু’পাশে ব্যাটারি চালিত অটো বাইক, ম্যাজিক গাড়ির অবৈধ ষ্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে ওইপথে অন্য কোন যানবাহন চলাচল করা তো দুরের কথা একজন মানুষের পক্ষে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য।

(এসআইআর/এসপি/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test