E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক প্রদান

২০১৭ জুলাই ২১ ১৮:৫১:১৬
চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক প্রদান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ (শুক্রবার) ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ সব বিতরণ করা হয়।

এর আগে পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ১৭জন অসুস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সাড়ে ৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

পরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ জন অসহায় ব্যক্তির হাতে জনপ্রতি দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং অসহায় ও হতদরিদ্র ২৮ জন ব্যক্তিদের ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন এমপি মকবুল।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল করিম খাঁন আরজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test