E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৫

২০১৭ জুলাই ২১ ২০:০৯:০৫
নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান।

গ্রেফতারকৃতদের মধ্যে- বিচারাধীন মামলার ১৬, সাজাপ্রাপ্ত ৫জন, পুলিশ আইনের ২৪ ধারায় ৮, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ এবং মাদক আইনে ৭৪জন রয়েছেন। এছাড়াও অভিযানে ৬৪ পুরিয়া হেরোইন, ১৪৬৭ গ্রাম গাঁজা, ১৩৩ পিস ইয়াবা, ৮৬.৫ লিটার দেশী চোরাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অশোক কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার- ডিমলা,ও সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমানসহ স্ব স্ব থানার ওসি।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, ৬৫টি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

মাদকের বিরুদ্ধে বিশেষ কর্মসুচীর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

(এমআইএস/এএস/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test