E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ার সব রোডে সিএনজি চলাচলের দাবিতে স্মারকলিপি

২০১৪ জুন ২৬ ০৯:০৬:১০
কুষ্টিয়ার সব রোডে সিএনজি চলাচলের দাবিতে স্মারকলিপি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সব রোডে সিএনজি চলাচলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা সিএনজি মালিক সমিতি।

বুধবার দুপুরে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১২ টায় জেলার বিভিন্ন রুটে চলাচলরত সিএনজি চালকেরা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কানাবিলের মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে একত্র হয়ে ডিসি কোর্ট চত্বরে গিয়ে স্মারকলিপি দেয়।

জেলা সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান জানান, সিএনজি বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি কর্তৃক প্রদত্ত রেজিষ্ট্রেশন অনুমোদন প্রাপ্ত গাড়ি হলেও বাস মিনিবাস মালিক সমিতির মালিক পক্ষ তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ির ড্রাইভারদের মারধর করছে।

তিনি আরো বলেন, গাড়ির রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, টোকেন, ইন্স্যুরেন্সসহ সব বৈধ কাগজপত্রাদি থাকা সত্ত্বেও প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এ বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে জেলার সকল রোডে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা করে যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে বাধ্য হব।

(কেকে/জেএ/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test