E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলওয়ে কলোনীর মাদক ব্যবসায়ীদের নামে অভিযোগ

২০১৭ জুলাই ২২ ১৯:৪৩:৫১
রেলওয়ে কলোনীর মাদক ব্যবসায়ীদের নামে অভিযোগ

মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার বহুল আলোচিত মাদক ব্যাবসায়ী, চোরাকারবারী, ও দেহ ব্যবসায়ী হিসেবে পরিচিত মৃত দুলাল হোসেনের ছেলে মো: গাফফার হোসেন (৩৫), মৃত দুলাল হোসেনের স্ত্রী আছমা বেগম(৫৮), শ্রীকান্তের স্ত্রী রুমি খাতুন (১৯), মো: হানিফের স্ত্রী লিপি খাতুন (২৪) ও টোকাই সুমনের বিরুদ্ধে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রকার উক্ত ব্যক্তিরা টাকার উর্পাজনের উদ্দেশে ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, মদ, গাজাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যদি বিক্রি করে সংসার চালাচ্ছেন। তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তাই সমাজের কতিপয় কিছু ছেলে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুধু তাই নয় সিরাজগঞ্জ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, র‌্যাব-১২ অধিনায়ক, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ পেশ করেন। লিখিত অভিযোগ পেশ করেন, একই মহল্লার আলহাজ্ব সোহরাব আলী, এস, এম মাসুদ রানা, মো: বাদশা শেখ, মুছা সেখ, ছানোয়ার হোসেন ইউপি সদস্য কাওয়াকোলা, মো: জামাল, আলী আহমেদ, মিতু সেখ, নুরু ড্রাইভার, হাজী জাহাঙ্গীর হোসেন, মো: আজিজুল ও আ: মজনুসহ আরো অনেকে। তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের উর্ধতন কতৃপক্ষকে ম্যানেজ করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই এ প্রশাসনের কাছে জোর দাবি খুব দ্রুত তাদের গ্রেফতার করে আহনের আওতায় আনার জন্য।

(এমএস/এএস/জুলাই ২২, ২০১৭)



পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test