E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ব্যক্তি বিরোধে ৩০০ কলা গাছ নিধন

২০১৭ জুলাই ২৭ ১৩:০৬:২০
মাগুরায় ব্যক্তি বিরোধে ৩০০ কলা গাছ নিধন

মাগুরা প্রতিনিধি : শত্রুতা বশত মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে খায়রুল ইসলাম নামে এক কৃষকে দুই বিঘা জমির প্রায় তিনশ’ কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে ওই কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

খায়রুল ইসলাম অভিযোগ করেন, শহরের পুলিশ লাইন পাড়া এলাকার নূরু সর্দার পূর্ব বিরোধের জের ধরে তার ভাড়াটিয়া লোকজন দিয়ে সোম ও মঙ্গল বার দুই দফায় তার দুই বিঘা জমির তিনশ’ ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে। এতে তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি দোষীদের শাস্তি ও ক্ষতিপুরণ দাবি করে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খায়রুলের স্ত্রী বেদেনা পারভীন অভিযোগ করেন, গত দুই দিন প্রচন্ড বৃষ্ঠির মধ্যে নুরু সর্দারের ছেলের নেতৃত্বে দুর্বৃত্তরা এসে কলা গাছগুলো কেটে ফেলেছে। এ সময় তার স্বামী ও ছেলে বাড়ি ছিল না। এর ওপর নির্ভর করে তাদের সংসার চলে। গাছগুলো কেটে ফেলায় তারা এখন পথে বসেছেন।

পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০১৭)




পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test