E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে দুদকের হাতে ভূমি কর্মকর্তা আটক

২০১৭ জুলাই ২৭ ১৮:২১:৫৭
ত্রিশালে দুদকের হাতে ভূমি কর্মকর্তা আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে চার হাজার টাকা ঘুষ নেয়ার সময় সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিনকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, উপজেলার ত্রিশাল বাজার হিন্দু পল্লির বাসিন্দা অমর চন্দ্র রায়ের ছেলে অজয় চন্দ্র রায় তার নামে পূর্বের মাঠ জরিপের নামজারী ও ভূমি কর পরিশোধ সংক্রান্তে রেকর্ডপত্র দাখিল করে নতুন জরিপের ওপর নামজারী করার আবেদন করেন।

আবেদনের সময় ১হাজার ৩শত টাকা নেয়ার পর সকল রেকর্ডপত্র সঠিক থাকার পরও দুটি নামজারীর আবেদন প্রস্তাব আকারে সহকারী কমিশনার (ভূমি) বরাবরে প্রেরণ করার জন্য চার হাজার টাকা দাবি করেন এই ভূমি কর্মকর্তা। টাকা না দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) বরাবরে নামজারী প্রস্তাব প্রেরণ করেননি। অজয় চন্দ্র রায় মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে অজয় চন্দ্র রায়ের কাছ থেকে ঘুষ গ্রহনের সময় দুদকের ফাঁদ টিমের কর্মকর্তারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিনকে আটক করে। এ সময় তার পকেট থেকে আরো ২৬ হাজার ৯শ টাকা জব্দ করা হয়, যার সন্তোষজনক কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি। পরে তাকে আদালতে সোপর্দ করে দুদক। আটক হেলাল উদ্দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।

দুদকের সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘুষ নেয়ার সময় ওই কর্মকর্তাকে ফাঁদ টিম হাতেনাতে আটক করে। ওই সময় তার পকেট থেকে আরো ২৬ হাজার ৯শ টাকা জব্দ করা হয়, যার সন্তোষজনক কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

(এমএন/এএস/জুলাই ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test