E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে হস্তশিল্প এসোসিয়েশন কমিটি গঠন সভা

২০১৭ জুলাই ২৮ ১৯:১৯:১৯
জামালপুরে হস্তশিল্প এসোসিয়েশন কমিটি গঠন সভা

রাজন্য রুহানি, জামালপুর : ‘জামালপুরের নকশিকাঁথা, বাংলাদেশের গৌরবগাথা’ শ্লোগানকে সামনে রেখে জামালপুরে হস্তশিল্প এসোসিয়েশন কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জামালপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জামালপুর জেলা পাটপণ্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিজন কুমার চন্দ’র সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুরের হস্তশিল্প ও পাটপণ্য প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা পাটপণ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সম্রাট।

সভাপতির বক্তব্যে বাবু বিজন কুমার চন্দ বলেন, যারা প্রকৃত ব্যবসায়ী এবং নিরলসভাবে জামালপুরের কারুপণ্য প্রসারে কাজ করছেন তাদের সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে এ জেলায় সার্বিকভাবে সহযোগিতা করছেন বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এ শিল্প প্রসারে ব্যবসায়ীদের নানা সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ব্যবসায়ীরা জামালপুরের নকশিকাঁথার গৌরব বাংলাদেশসহ সারা বিশ্বে এর গুণগত মান ও বৈচিত্র্য ধরে রাখতে আশাবাদ ব্যক্ত করেন।

জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভানেত্রী সাঈদা ইসলাম বলেন, দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান রয়েছে। তারা নিত্যনতুন ডিজাইনের পণ্য সরবরাহ করে ক্রেতাদের আকর্ষিত করছে। এখন মানুষ চায় ব্যতিক্রমী, বাহারি ও নান্দনিক পণ্য। এটা বৈশ্বিক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জামালপুরের সুনাম অটুট রাখা এবং বিশ্ববাজারে হস্তশিল্প, পাটজাতপণ্য এবং কারুপণ্য যেন তার স্বকীয় বৈশিষ্টে অনন্য থাকে তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

(আরআর/এএস/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test