E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফতুল্লায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

২০১৭ জুলাই ২৯ ১৫:২১:৫৬
ফতুল্লায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ২টি চাকু, বিস্ফোরক দ্রব্যাদি ও জঙ্গি সংশ্লিষ্ট বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

গ্রেফতাররা জঙ্গিসংগঠনের এস আর পদে দায়িত্বরত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চালানো ওই অভিযান সম্পর্কে আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

গ্রেফতাররা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর (২৭), বাগেরহাট জেলার মোল্লারহাটের আল আমিন শেখ রাজিব (২৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কামরুল হাসান হৃদয় (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বক্তাবলীতে চরবয়রাগাদি এলাকাতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। সেখানে জেএমবির সংঘবদ্ধরা একটি গোপন সভা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায় ও ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেফতার করতে বক্তাবলী খেয়াঘাটসহ আশে পাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। নাশকতার পরিকল্পনার জন্য তাদের এজজন শীর্ষ নেতার নেতৃত্বে এ গোপন সভায় মিলিত হয়েছিল। গ্রেফতারদের মধ্যে ওয়ালিউল্লাহ চিশতির বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test