E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

২০১৭ জুলাই ২৯ ২২:২২:১৭
গাইবান্ধায় শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা বাজার এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূ (১৯) গণ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছেন- গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের আহম্মদ আলী (৩৫), একই গ্রামের মন্টু মিয়া (৪৫) ও পার্শ্ববর্তী কুপতলা গ্রামের মজনু মিয়া (২২)।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা বাজারে আশরাফুল ইসলামের ফেক্সিলোডের দোকানে ওই গৃহবধু তার মোবাইল ফোনে ফ্লেক্সিলোড এবং গান ডাউনলোড করতে যায়। এসময় আশরাফুল তার কম্পিউটারের সমস্যার কথা বলে তাকে পার্শ্ববর্তী একটি বাড়ির কম্পিউটার থেকে গান ডাউনলোড করার কথা বলে আহম্মদ আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আশরাফুলসহ বেশ কয়েকজন ওই গৃহবধূকে গণ ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে ধর্ষক ভ্যানচালক মজনু ওই গৃহবধুকে তুলে নিয়ে তার বাড়ির পাশে রেখে সটকে পড়ে। এসময় গৃহবধু তার মাকে সবকিছু খুলে বলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার জানান, নির্যাতিতা গৃহবধূর স্বামী ঢাকার একটি গার্মেন্টে চাকুরী করেন। শনিবার সকালে গণ ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ সদর থানায় ৫ জন নামীয় ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করে। মুল আসামি আশরাফুল এখনও ধরা পড়েনি। পুলিশ তাকে খুঁজছে। এদিকে ধর্ষিত অসুস্থ গৃহবধু গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

(এইচআইবি/এএস/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test